নেতৃত্বের মানদন্ডে নূন্যতমও বিবেক জাগ্রত নেই;
বরঞ্চ মোড়লের বিবেক সেখানে ধর্ষিত হয় দুর্নীতির প্রকট যৌনতায়।
মানবতার আস্ত খোলসে বর্ণীল আশাক্ষরের স্রোত;
ঢাকনা ভাঙ্গলেই গর্জে উঠে হিংস্রতার নির্দয় চক্ষু।
সমাজের আবরণে ক্রমেই গড়ে উঠে, অকল্পনীয় বৈষম্য;
অধিকারের সরল রেখা সহসায় বক্র হয়, অদৃশ্য শক্তিতে অদম্য।
অর্থের নিকষ চাদরে, বিলুপ্ত হয় ন্যায় ক্রমশই;
মানবতা বিকৃত হয় অমানুষিক পাশবিকতায়।
সততার হিংস্র মুখোশে চলে নিদারুণ আনাচার;
ধনাঢ্যের প্রাচুর্যতায়  অবলীলায় ঘটে নিষ্ঠুর ব্যাভিচার।
তবে নিমিষেই পিষ্ঠ হোক এই সংসার ধ্বংসের অনলে;
তথায় মুক্তি পাবে, আসন্ন নিষ্পাপ বহরের নির্মল চিত্তমালা।


রচনাকাল -
শাবিপ্রবি, সিলেট।
2012·Dec·12_12·00·মধ্যাহ্ন।