স্বয়ং নিজ অক্ষিতেই আরেকটি,
জলজ্যান্ত যামিনীর নির্মম মৃত্যু।।


মৃত শয্যার পাশেই পড়ে আছে,
শত সহস্র বিনিদ্র প্রাপ্তিমালা।।


বিস্মৃতির মোহনায় পাল তুলেছে,
বিলুপ্ত যত  প্রেমের আস্বাদ।।


চূর্ণ বিচূর্ণে ভেঙ্গেই চলেছে,
অনাগত অসংখ্য স্বপ্ন বহর।।


প্রভাত থেকে মুছে যাবে,
প্রত্যাশার সে অঙ্কুরগুলো।।


ভোর ফেঁটে উন্মুক্ত হবে,
নিরাশার শিশিরে মিতালি করে।।


রচনাকাল -
উখিয়া, কক্ִসবাজার।
2013:Jul:07_05:30:সন্ধ্যা।