তোমার পায়েল ঘেষে পড়ছে, অসংখ্য ঝরা পাতা;
আমি ছুঁইনি বলে, আমায় বলেছো অপরাধী।
সদ্য প্রস্ফুটিত চুলের খোপা বেয়ে নিঃসৃত হচ্ছে, এক চৌম্বিকিয় আকর্ষণ;
আমি কাছে যাইনি বলে, আমায় করেছো উপহাস।
তোমার শয়নের ঘর হতে ভেসে আসে, নীড় হারা বিহঙ্গের মৃত পালক;
শুভ্রতার মূর্ছনায়, যেথায় তুমি আচ্ছন্ন থাকো দিবারাত্রি।
সেই দখিনের জানলাটায়, এখনো এই অপরাধীর দৃষ্টি প্রতীক্ষা করে;
যখন তোমার সাদা দু পাট্টা, জ্যোৎস্নার প্লাবনে নীল নীলাভে প্লবিত হয়।


একদিন সময় বিষাক্ত হুল ফুঁটিয়ে যাবে, সমস্ত অপেক্ষার শীরা উপশীরায়;
তারপর তোমার নিস্তব্ধ পদচ্ছাপে রচিত হবে, অসমাপ্ত এক একটি ইতিহাস।


রচনাকাল -
গুলশান, ঢাকা।
2011·Aug·07_04·00·অপরাহ্ন।