নিজেকে বদলাতে পারিনি আমি,
নিতে পারিনি কোন নতুন রূপ।
তবু ফের বারেবারে সেই জীর্ণশীর্ণ অবস্থায় ফিরে আসি,
কবিতার নির্মোহ নিরেট টানে।
কবিতা আমাকে পোড়ায়, জ্বালায়, অবশেষে খেয়ে কঙ্কালসারে পরিণত করে।
তারপরেও সে কঙ্কালসারকে ঠোকরায়, কিছু কিছু শব্দ এসে,
পরিশেষে আমি বিলীন হই অকুল নিশ্চিহ্নতায়।
তবুও আমি সে কবিতাকে ভালোবাসি,
ঠিক ভালোবাসি বললে বড্ড ভুল হবে,
কারণ কবিতাযে আমার কি তা, পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পায়নি আমি কোন যথাযথ কিংবা, উপযুক্ত অভিধানিক শব্দাক্ষর।
বিলুপ্তির চক্রায়মান কক্ষপথ ধরে তাই আবারও জন্ম হলাম,
কবিতার কাব্যিক শুভ্র আত্মার পরতে পরতে।
তাইতো নির্মল শব্দের বিমল বাক্যের সুপ্তে সৃষ্টি হওয়া,
কবিতা নামের লাইনগুলোকে বেলা অবেলায়, আমার জন্ম পরম্পরায়, বলে বলে উঠি-
ভালোবাসি ভালোবাসি…


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014.Jan.10_11.00 দিবস।