পরিত্যক্ত নর্দমার বিষাক্ত কীটগুলো উলু দিচ্ছে,
প্রতারণার পিশাচী উলু।


ত্রৈমাত্রিক ডিজিটালের সম্ভাষণ ছেকে পরিশুদ্ধির মিথ্যে অভিনয়,
ক্রমশই যা রূপান্তরিত হতে চলেছে, হিংস্র উচ্চবাক্যের বিধ্বস্তের অভিলাষ।


যুগ থেকে যুগান্তরে তারা হুড়মুড়িয়ে বসে আছে,
নিষ্পাপ এক ভূখন্ডের সার্বভৌমত্বের বক্ষ চিড়ে।


ওরা দীর্ঘজীবি বেদুঈনের মত ডানা লাগিয়ে উড়ে যায়,
আর নিথর নিরীহ যত অনাহারি লোকালয়ে আঘাত হেনে, বীর বিক্রমে ঘোষিত হয়।


রক্তাক্ত ক্ষত বিক্ষত গোলক হতে নেত্রপাত করি অদূরে,
হাহাকার আর নির্মমতার চিৎকারে যে রাষ্ট্র ভেসে যাচ্ছে ক্রমশই, শয় শয় নিটোল তমসার অতল গহীনে।


সভ্যতার চকচকা খোলসে আবৃত, শূণ্য প্রলাপের মিথ্যে প্রতিশ্রুতিতে,
যে প্রদেশ আচ্ছন্ন হয়ে আছে, অদৃশ্য যাতাকলের প্যাচকলে অবিচ্ছিন্নতায় অর্ধশতাব্দি।


তবে কি এই অধমের চিত্তের দেড়গোড়ায় সমাগত, এক অনন্ত বিপ্লব?
নেই কি প্রয়োজন খুব করে হে মনন, অবিচ্ছেদ্য এক সংগ্রামের জাগরণ তোলার?


হে বিপ্লব, তোমায় স্বাগতম…


রচনাকাল -
হোটেল সিলভার শাইন, হলিডে মোড়, কক্ִসবাজার।
2014·Dec·16_04·30·অপরাহ্ন।