সন্ধ্যা ফিরিলো
দিবা গলিলো
অগ্নি পড়িলো ধরায়;
নির্জন ঘেরালো
নিসর্গ চুপালো
বিষাদ ছড়ালো ধরায়।


আঁধার নামিলো
রাত্রি গড়ালো
মেঘেরা মেলিলো পাখা;
নক্ষত্র জ্বলিলো
চন্দ্র ফুঁটিলো
বৃক্ষ বাঁধিলো শাখা।


নেত্র খুলিলো
বিস্মৃতি জাগিলো
কষ্ট চলিলো হৃৎ এ;
বিরাত ঘনিলো
স্বপ্ন ডুবিলো
কামনা পুড়িলো শেষে।


চেতনা থামিলো
চিত্ত থমকালো
প্রভাত উঠিলো বেগে;
ঊষা ফাঁটিলো
ভোর জন্মালো
পাঁজর জড়ালো বিবাগে।


পরাগ ভাসিলো
মুকুল ঝরিলো
পুষ্প আনিলো ভ্রমর;
শিশির ভেঁজালো
দূর্বা কাঁদিলো
অ'প্রেম জিতিলো অমর।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Mar·03_02.·20·রজনী।