শহীদি কাফেলা ভুলে নাই ওরে ভুলে নাই ওহে জালিম পিশাচিনী,
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত- বাঁচিবার অধিকার তাহারই।


সম্মুখ মোদের বহর চির অগ্রগামী,
পারিবেনা রুখিতে তাহা তোর মিছে অনুজ্জ্বল প্রখরতা।


মোরা অগ্রপথিক সদা সদ্য ঐ খোদার মোহরকৃত গন্তব্যে,
পারেনি অতীৎ পারছেনা বর্তমান পারিবেনা ভবিষ্যত তাহা আটকাতে।


স্বর্ণালী মহাকাল বলে গগন কম্পিত দৃপ্ত কণ্ঠে,
বিলুপ্তি যেখানে তাগুতের উপত্যকা সেখানেই হয় সূচিত সত্যের শ্যামল উদ্যান।


নিরুত্তাপ মশালে দ্যাখ চেয়ে অগ্নি শিখার হুঙ্কার বাণী,
ধ্বংস হবে যত উটকো অভিযোগ বিস্তৃত সত্যের দাবানলে।


এ দূর্যোগ পিষে মিশে যাবে মুক্তির সু-মহান মোহনায়,
রূধিরাক্ত হবে করুণ নির্মমে নিশ্চিত ঐ জালিমের চিত্তপিন্ড।


এ গোলামীর আত্মাকে উপনিবেশ করো ইয়া পারোয়র দেগার,
তোমার সুশীতল উপঢৌকন শহীদের চির প্রশান্তির আবেশে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2013·Dec·13_11·30·রজনী।