আমরা ক্রমশই ছুটে চলি,
সময়কে অতি সংকুচিত করে।
সকাল থেকে বিরাতের অতল অতলে,
তাড়া করে সমস্ত জাগতিক সত্ত্বাকে।
একদিন আমাদের লক্ষ্য হবে বিলীন,
মানবের বিকৃত পদাঙ্ক ভরবে শহর জুড়ে।
মৃত ল্যাম্পোষ্টের আঁধারে ধ্বংস আসবে তেড়ে,
নিরুপায় সব চেতনার চিত্তের হাহাকারে বিস্ফোরিত হবে ধরণী।
হ্যাঁ,
আমরা ছুটে চলেছি ক্রমশই,
এক অনিশ্চিত বিভ্রম গন্তব্য পানে।
.     .     .