বর্ণীল গ্রামের পথগুলো বদলে যায়,
সাথে আততায়ী খুন হওয়া বিগত রাতের রূপ সৌন্দর্যও।
সিংহল সমুদ্র সিন্ধু ভেসে যায় অসীমতায়,
বিস্তীর্ণ ঢেউমালা স্বাক্ষর দেয় বিলুপ্তির জবানবন্দীর চুক্তিপত্রে।
ধারাবাহিক এই হাজার বছরের ধরণী ক্রমশই নিস্তব্ধ হচ্ছে,
আসন্ন অজস্র সম্মুখ প্রশ্নে হার মানছে আত্মঘাতী পরাজয়ে।
যখন নিসর্গের নৈসর্গিক উপাদান চক্রায়মান হয়,
তখন নগরীর অপূর্ণ রহস্যগুলো উন্মুখ থাকে পূর্ণতার যোগানে।
গাঁ থেকে অতীব আধুনিক শহরগুলো মুখ ফিরায়,
জাগতিক এই অস্বাভাবিক অদল বদলের নির্বাক জোচ্ছুরিতে।
তবুও লোকালয় থেমে থেমে নেই,
থেমে নেই জীবনের বৈচিত্রিক ব্যস্ততা।
হয়ত এটাই জীবনের আরেক সংজ্ঞা,
হয়ত এটাই জীবন…


রচনাকাল -
খুনিয়াপালং, রামু, কক্ִসবাজার।
2014·Sep·12_10·20· সকাল।