একবার ইচ্ছে হয়েছিলো খুব,
তোমায় নিয়ে বিরাত কাটাতে।
তাই সে থেকে আজও অবধি,
সে ইচ্ছেটি জিইয়ে রেখেছি আমি,
ভালোবাসার অন্তিম প্রহরায়,
কত রাত থেকে বিরাতে।


অনন্ত আমাতে সেই ইচ্ছেই থেকে গেলে তুমি কেবল,
নিদারূণ এক অস্পর্শী তুমি আজও আমার ইচ্ছের সীমারেখায়।


আচমকা যদি কোন ভুলের ক্ষণে এসে পড়ো দখীনা জানলার ভাঁজে,
তবে পড়ে নিও অবাধ্য ঐ প্রচীনে লেখা,
'ভালোবাসি ভালোবাসি' এই এক পংক্তির চিরকুট।


না হয় হলে পড়াটাও হবে তোমার,
অব্যক্ত বেদনার কোন নিকষ ভুল।
হোকনা ভুল তবু, এই অতৃপ্ত পথিকের তরে আরও একটিবার।


কেনো ভুলো প্রিয়তমা বলো?
সদ্য জন্মটাও আমার,
প্রকাণ্ড এক ভুল তোমাতে।
তাই স্বচিত্ত সত্তায় ফের,
ভুল ভূমিষ্ঠ হোক অবলীলায়।
ভুল থেকেই হয় ভুলেরই জন্ম,
সত্য থেকে নয়।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবজাজর।
2015·Jan·20_10·30· সকাল।