শুনছো কি,
বলছি তোমায় …
একটি অপাঠ্য অক্ষত কাব্য ছিল যে তোমার জন্য।
যেটি মনের ছেঁড়া পাতার ময়লা পৃষ্ঠায় প্রেমের যত্ন পালক দিয়ে লিখা।


জানো, অনেক আদর মায়া দিয়ে লিখেছি কাব্যটি -
নিগূঢ় চিন্তার গহীন থেকে খুব পরিশ্রম করে বাক্যের সংযোজন করেছি কাব্যটিতে।


অবাক করা একটি বিষয় কি জানো ??…
যখনই তোমায় নিয়ে কিছু একটি লিখার চেষ্টা করি, তখনই আমার বিজ্ঞতার অভিধানের সব শব্দই ভয়ে মুর্ছা যায়,
কারণ তারা নাকি তোমার প্রতি আমার ভালবাসা প্রকাশ করতে অক্ষম।
তবুও অর্থহীন কিছু বাক্য নিয়ে বুনেছি একটি খুব ছোট্ট কাব্যিক বাসা হৃদয়ের মনিকোঠায়, শুধু তোমারই জন্য।


ছুঁবে কি একটি অস্পর্শি ধুলো জমা কাব্যের জরাজীর্ণ পাতার ছেঁড়া পৃষ্ঠা ??
•••


রচনাকাল …
২৭-১২-২০১২
১১ pm