তোমার জন্য কোন কবিতায় দীর্ঘই কার ফেলেনি,
রাখেনি কোন অ এর আকার বিহীন প্রতিকৃতি।
অনির্বাণ দ্বীপাবলীর ন্যয় দাউদাউ প্রজ্বলিৎ
সেসব ইতিহাসের এক একটি শব্দাক্ষর।
কীটকুলের নিঃসৃত প্রশ্নমালায় ঝরছে বিষাদ,
খসে পড়া বারুদে জ্বলছে সাহিত্যের নব কাব্য।
ক্রমে ক্রমে অবক্ষয় হওয়া অতীতভ্রষ্ঠ ওই গন্তব্য,
ঝরা পাতার মতই চেতনা চূর্ণ করে দেয় অজান্তে।
আশ্রীত স্বপ্ন বহরে নেই বর্ণমালার ব্যাঞ্জনা,
তাই আজকাল মুহূর্তেই নির্মীত হচ্ছে লুপ্ত হওয়া বর্ণকারদের প্রাসাদ।…