প্রিয়,
চলো প্রতিষ্ঠার পর্বটুকুর প্রারম্ভ থেকে ইতি পর্যন্ত,
প্রচ্ছন্নে প্রলয় তুলি উভয় প্রাণের প্রান্তরে।


পতন থেকে প্রস্তাবিত প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে দিলাম,
প্রকান্ড এক তার প্রভাব থেকে প্রচন্ডভাবে পণ্ִ করে প্রবেশ বন্ধ করে নিলাম।


প্রত্যাশার প্রতাপশালী প্রাচীরের মননে প্রশ্নবিদ্ধ প্রশ্নমালায়,
সেই পুরোনো পন্থায় পুড়ছে, না পাওয়ার যত প্রেমের প্রত্যুত্তর।


প্রকাশ্যে প্রবলভাবে তবে প্রকাশিত হোক,
পরিচয় বিচ্ছেদের সেই অসমাপ্ত পরিচ্ছেদের পরিসমাপ্তির চূড়ান্ত প্রলাপটুকু।


প্রভাতের প্রত্যুষে প্রচারিত হবে তখন,
প্রলম্বিত এক পর্বত সম প্রেমের বিচ্ছিন্নতার প্রবাহিত প্রতিচ্ছবি।


ধরণীর পৃষ্ঠে প্রাচীন হয়ে যাবে সে বিদীর্ণতার চিত্রপট,
আর প্রচলিত সভ্যতায় দুজনার প্রদত্ত পত্রাবলী হবে নিশ্চিহ্ন।


প্রণয়ী,
প্রতিবাদ নিঃশব্দে তার প্রকটতা হারাক পরমে,
প্রত্যন্ত ঐ প্রণয় মোদের পর্যাপ্ত পরিসরে ছিটকে পড়ুক পরিশেষে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Jan.02_2.50. রজনী।