তোমার চিবুক থেকে বক্ষ
অনায়াসে বিচরণ করে করে
বের করে এনেছি হৃৎপিন্ড।
এবার স্বহস্তে সুনিপূণতায়
প্রেমাক্ষর খোদাই করে
গড়ে দেবো অমৃত ভালোবাসা।
ক্রমান্বয়ে অদৃশ্য আলৌকিকতায়
ফের পুণঃস্থাপন করবো হৃৎপিন্ড,
যেথায় সাক্ষ্য হবে সাদৃশ্য মহাকাল।
চূড়ান্তে নির্ণয় হবে এরপর,
কে কবে কখন কার ছিলো কিভাবে
প্রচ্ছন্ন মোহে।
তদপর তুমি শায়িত হবে আমাতে।
অতঃপর দিগন্তের নীলাভ অভ্রে
অরণ্য আর বিহঙ্গকুল ধ্বণিত করবে ঐ লাইন,
ভালোবাসি, ভালোবাসি।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Oct·10_4·30· অপরাহ্ন।