কথা হবে
অচিন অজানার ঐ অস্পর্শী ধরণীতে,
কল্পরাজ্যের বর্ণীল সম্রাজ্যের মোহনায়।


কথা হবে
তীব্রতায় উষ্ণ রোদ্দুর মধ্যাহ্নে,
নির্জন নিরালার কৃষ্ণচূড়ার লালাভ উঠোনে।


কথা হবে
সূর্যাস্তের কুসুম রক্তিম গগণের তলে,
বিষণ্ণ উষসীর বিবর্ণ নিস্তব্ধতায়।


কথা হবে
আদিগন্তে ছড়ানো বিনিদ্রের মাঠে,
বিরামহীন কোন জাগানিয়া অক্ষির পর্ণ ভাঁজে।


কথা হবে
নিথর শত বিস্মৃতির আবছা আবেশে,
ফেলে আসা অগণন আলাপচারীতার বর্ণ বাক্যে।


কথা হবে
আজন্ম উন্মুক্ত ঐ জানলার কার্ণীশে,
অবিরত সে গেয়ে যাওয়া বিহঙ্গের কাকলীতে।


কথা হবে
বিরাতের মধ্য দুপুরে খুব আপোনায়,
দীর্ঘ প্রতীক্ষার সুখের নিবিড় কলোতানে।


কথা হবে
রক্তক্ষয়ী রণক্ষেত্রের রক্তাক্ত প্রান্তরে,
রণবীর বেশে অশ্বারোহী হয়ে তলোয়ার উচিয়ে।


কথা হবে
দীঘল পৃথিবীর বিস্তীর্ণ বক্ষের পাঁজরে,
সদ্য বিপ্লবে শোধিত সভ্যতার নিষ্পাপ শহরে।


কথা হবে
বেদনায় সিক্ত না পাওয়য় বিক্ষত হৃদয়ে,
নির্বাক দৃষ্টির অতৃপ্ত হাহাকারে ভালোবাসার কাঙ্গাল হয়ে।


কথা হবে প্রিয়তম,
ঢের কথা হবে।


রচনাকাল -
2015.Jan.18_01.20 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।