বিষাদের সব-ক'টা অঙ্কুর ফোঁটে গেছে,
এখন শুধুই অনল জন্ম দেবার অপেক্ষা।


মৃত্তিকায় এতটুকুও নেই সংস্পর্শ সদ্য ফোঁটা বৃক্ষের,
হৃৎপিন্ডই এখন তার বেঁচে থাকার একমাত্র উৎস।


অন্তিম মাত্রায় ঝরাবে সে তরূ ব্যাথার শ্রাবণ,
আর ক্রমশই হৃৎপিন্ড পরিণত হবে কুঞ্চিত মরু প্রান্তর।


মন পবন সে'তো বিষাক্ত হবে অজস্র কালো বিষের দাবদাহে,
সব'টা সুখ একে একে মুছে যাবে চেতনার দাগহীন পৃষ্ঠা হতে।


নিশ্চিহ্ন হবে অপ্রকাশিত প্রেমের অক্ষত ইতিহাস হিংস্রতার গর্ভে,
বিলীন হবে নিষ্পাপ মননের ভূমিষ্ঠহীন একটি প্রেম।
▪▪▪


রচনাকাল …
০৯-০৬-২০১৩
৩ am