আগুনের হাতে খঞ্জর,
উঁচিয়ে গিয়ে ঝম ঝম,
তুমি হেঁটে গ্যাছো অবিরল।


তুমি বিদ্রোহী,
তুমি প্রতিবাদী,
তুমি চির ভাস্কর।
তুমি নব তরুণ,
তুমি ফোঁটা অরুণ,
তুমি টগবগে যৌবণ।


কবিতার গায়ে বুলেট এঁকে,
গীতের ছলে বারুদ মেখে,
তুমি অগ্রণী বাঙলার বুকে,
আজও আছো, ছিলে মহনায়ক চোখে।


তুমি নিখাঁদ কাব্যিক,
তুমি নিটোল সাহিত্যিক,
তুমি ব্রিটিশ বিরোধী রণ হুঙ্কার,
করেছো জালিমের মসনদ বিচূর্ণ চুরমার।


তুমি লেটোর দুরন্ত গায়ক,
তুমি সুললিত মুয়াজ্জিন শায়খ,
তুমি  অনন্য নাট্যভিনেতা,
তুমি অমৃত সাহিত্য প্রণেতা।


তুমি জাগ্রত বীর সৈনিক,
তুমি সাম্যবাদের ধুমকেতু সাপ্তিক,
তুমি এই বঙ্গের অম্লান এক ছবি,
তুমি চির সবুজ বাঙলার আমরণ সেই কবি।


তুমি ছিলে এই হৃদয়ো সনে,
তুমি আছো সমাদৃত এই মনে,
তুমি থাকবে হয়ে শুভ্র সদ্য ফুল,
তুমি-ই প্রিয় আদর্শ মোর কবি নজরুল।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.May.25_10.10 রাত্রি।