পিঞ্জর ভেদ করা আঁধার হাতিয়ে নেয় টুকরো টুকরো সব'টুকু সুখ স্পন্দন।


বলো এই অবেলায় কার এমন বিরহি সুর কেড়ে নেয় আমার নীরব প্রশ্বাস।


নেই কোন দু'চোখের পর্ণে নিদ্রার এতটুকুও চলাচল যে কিনা নিয়ে যাবে প্রশান্তির অন্তিম মোহনায়।


বিস্মৃতির ঝাপটায় ক্ষয়ে গেছে হৃদয়ের সুশীতল আপন মোহ।


ভালবাসার শেষ ব্যাখ্যায় অসংজ্ঞায়িত সব প্রশ্নমালার যাপন মন পবনে।


জানি প্রেম আর ফিরবেনা হিংস্রতার কপাট চিড়ে কখনোই।
▪▪▪


রচনাকাল …
১৪-০৬-২০১৩
২:৩০ am