তুমি এলে -
ঝমঝম রূপালী বর্ষার ভীড়ে জাগ্রত হবে প্রেম,
পল্লোবিত কামনার অন্দর মহলে পূর্ণতার গুঞ্জন।


তুমি এলে -
আর বিনিদ্রে ভাসবেনা চোখ মুখোমুখি তন্দ্রাচ্ছন্ন,
উদভ্রান্ত শ্রাবণের ঘোর বরষায় হৃদয় দ্বয়ের মাতম উন্মত্ততা।


তুমি এলে -
বৃষ্টিস্নাত ভোরের শহরে ভালোবাসার মিছিল,
নিকষ নীরদের সাম্রাজ্যে পতনের আনন্দঘন ছুটাছুটি।


তুমি এলে -
আকাশের ঈশান কোণে আকুল আলোর সমীরণ,
সদ্য পরিস্ফুটিত পুষ্প বনে সৌরভের স্নিগ্ধতা।


তুমি এলে -
জিইয়ানো শত সহস্র প্রহরের প্রত্যাশিত মিলনের ক্ষণ,
জো-হীন মাতাল বসুন্ধরায় স্বেচ্ছায় অমৃত মোহে বন্দীত্ব বরণ।


তুমি এলে…



রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Aug.01_02.07 রজনী।