তারপর ওরা হেঁটে যাক দুপায়ে রক্তাক্ত ইতিহাস ঢলে,
আমরা তবুও অবিশ্রান্ত এই পথে স্তিমিত রবো অনিন্দ্য।


যদি শুধরে ফিরে আসে ঐ বহর কোন সুবহে সাদিকের প্রান্তে,
তবে ফের আমরা জড়িয়ে নিবো লাল গালিচায় মুড়িয়ে তাদের।


আদর্শের এই তরীর উন্নত পাল অক্ষুণ্ন অক্ষতই,
টগবগে যৌবনের শৌর্যবীর্যে এই আঁধার পথ অতি সংকুচিত হবেই দারুণ।


হে ভ্রাতাগণ অভয়ে চলি এসো তবে প্রাণান্ত,
শান্তির এই অমিয় সুধার পতকাতলে চিরন্তন।



রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.May.20_02.15 রজনী।