হৃৎপিন্ডের ক্ষত কর্ণদ্বয় অবমুক্ত করে জীবন,
প্রাণান্ত শ্রবণ করে অমৃত প্রেমের বিলাপ।


ফিনিক্স পাখির বহর সর্বস্ব নিয়ে আসে অবুঝ প্রেমের ইতিহাস,
অ্যালবাট্রসের ঠোঁটের খাঁজে পাথর নেই; আছে বিরহ বিষাদ।


সময়ের কিনারায় দগ্ধিত সন্ধ্যায় বাজে করুণার বীনা,
অঢেল আঁধার সমেত খুনী নামে ছদ্মবেশী রাত্রি হয়ে।


বিকৃত জ্যোৎস্নার অতল গহরে হারিয়ে যায় জ্যৈষ্ঠের সুসময়,
আর সম্ভ্রান্ত নীরদের ঢালুতে বিলুপ্ত হয় সেই অস্পর্শী অতৃপ্ত প্রেম।


আমাদের বিস্ময়ী সেই ক্ষণিকের একত্রের জোড়া ইতিহাস,
ছিলো ভীষণ জ্যোৎস্না ক্ষুধার্ত দু'আত্মার সমীরণ।


জানি,
আজও একদা খুব নিকটের সেই দূর আসমানে,
জ্যোৎস্নার প্লাবন ঘটে ঝরঝরে নীল রঙা বর্ণে।


যদিও এখন,
ফিনিক্স আর অ্যলবাট্রসের জোর সমষ্টিতে সে জ্যোৎস্নামালা,
হয়ে গ্যাছে বিকৃত এক শান্ত আলোর বিভীষিকাময় পরিচ্ছেদ।


তবুও দারুণ,
হৃদয়ের মুছে যাওয়া স্মৃতির পেখম মেলে অবিরাম,
আমি ভিজে যায় অবাক সিক্ত হয়ে নির্বাক এই জ্যোৎস্না স্নানে।


হোক সেটা তবুও বিরূপ সংজ্ঞায় সংজ্ঞায়িত জ্যোৎস্না আমাতে।



রচনাকাল-
2015.May.31_09.25 রাত্রি।
বাঁশখালী, চট্টগ্রাম।