নিশ্চুপ থাকো শব্দ শ্রমিক,
নচেৎ কব্ִজি নাগাদ থেতলে দেওয়া হবে; দেশীয় গণতন্ত্রের হাতুড়ি দিয়ে।


স্তব্ধিত হও কলম চালক,
নতুবা অসাড় করে দেওয়া হবে;
গণতান্ত্রীক বৈঠার তীব্র আঘাতে।


পরাজিত পরিত্যাজ্য হও শব্দ জনক,
নাহয় বিকলাঙ্গে বিকল করে দেওয়া হবে মস্তিষ্ক;
গণতন্ত্রের দেশীয় আইন আদালত দিয়ে।


বিকৃত বর্ণে রগরগে বাক্য বানাও কলমি পাইলট,
নয়লে উগ্রপন্থী জঙ্গীতে ছুড়ে ফেলা হবে;
মুক্তমনার গণতান্ত্রীক সংবিধানের ধারা পরিচ্ছেদ দিয়ে।


হে শব্দভুখ নেত্রের অতন্দ্র কাব্যের সাধক,
চেতনাতটে জাগ্রত করো দারুণ বিপ্লবের শাণীত বারুদ;
তবেই বিনা সন্দিহানে চুর্ণ বিখন্ডে বিদীর্ণ হবে অভিশপ্ত গণতন্ত্রের প্রেতাত্মা।


নয়তো হৃৎ সর্বস্ব গিলে খাবে স্বৈরাচারী হায়েনা,
কলম ও কালি তোমার চুষে নেবে এই সময়, এই কাল।


সব্যসাচী শব্দকোষের অস্ত্র রসদে,
সমাদৃত হও তুমি বিপ্লবী মসনদে।



রচনাকাল-
2015.Jun.11_10.10 সকাল।
খরুলিয়া, কক্ִসবাজার।