বিনিদ্রের আবাসস্থল প্রত্যাশায় উত্তপ্ত প্রজ্বলিত।
স্বয়ং বক্ষ হতেই নির্গত হচ্ছে দাবানল অবিরাম।
পাশেই পড়ে আছে মুকুলে ঝরা প্রেমের সদ্য বিবর্ণ পুষ্প।
বিষাদের অয়োজন তাই সম্পন্ন হতে চলেছে নক্তের তামসা চিড়ে।
চিত্ত বিলুপ্ত হয়েছে নিষ্ঠুরতার অজস্র আঘাতে।
আসন্ন ভোরের প্রভাতও বিদায় নিয়েছে প্রতারক প্রেম ধরা দেয়নি বলে।


অতন্দ্রীলা,
তুমি আসোনি বলে জোসনাও আসেনি,
আসেনি প্রকম্পিত ভালবাসার মোহ।
মৃদু মৃদু খোয়াবের অন্তরায় তুমি আসোনি আজ,
এসেছে কেবল বিষাদের জোয়ার।
দ্যাখো চেয়ে হৃদয়ও প্রাঙ্গনে এই বিরাতে আজ কামনার উপচে পড়া প্রত্যাশা আমার।
আজ সব'টা প্রেম আমি মিলিয়ে দিলাম ঐ বৃষ্টি ফোঁটার পরতে পরতে।


অতন্দ্রীলা,
তুমি বুঝে নিও ..
তুমি ছুঁয়ে দিও ...
▪▪▪


রচনাকাল …
2013.Aug.27_01.25 রজনী।