মাঝে মাঝে আচমকা পশ্চাতে তাকালে মনে হয়,
তুমি আছো অনন্ত আমার আত্মার ছায়া হয়ে অবিরাম।


তুমি মিশে ছিলে বিস্মৃতির করোটির ভাঁজে অনন্ত অনিন্দ্য,
তব নব এক অদৃশ্য বিপ্লবে তুমি ফের দেখা দিলে প্রাণান্ত।


সেকি নয় এক, অনাবিল তোমাকে চাওয়ার অনুপম শুদ্ধ অভিযান আমার?
তুমি-ই বলো, সেকি নয় ভাগ্যের পরম্পরায় নিটোল এক ভালো লাগার আবেশ আমাতে?



রচনাকাল-
15.Jun.15_02.05 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।