হৃদয়ের অর্গল খুলে দিয়ে একদিন,
ফুরিয়ে নেবো সবটা কামনার প্রবাহ।
খোদাইকৃত সে সময়ের অন্দরে বন্দরে হয়ে দুরন্ত,
বিরাতের ল্যাম্পপোষ্ট সোডিয়ামে হবে মুখরিত সেই ক্ষণ।
জানালার উপাখ্যান বলে বলে শুষে নেবো নিদারুণ,
জমে উঠা তিল তিল করে অগণন প্রেম বুভুক্ষু চাহনী।
রাত্রির গভীরতায় পঞ্চমুখ ধরণী হয়ে উঠবে বর্ণীল,
ভাসবে অপার মোহনা নব প্রত্যাশার প্রফুল্লিত স্রোতে।
মৃত্যুমুখী সমুদ্রের নৃত্যে হবে সৃষ্টি স্পন্দন,
আর অ্যামাজনের পাথর ঠোঁটে উঠবে ফুটে গীত সম্ভার।
সুশান্ত বাতাসের দামাল সুঘ্রাণে পুলকিত চিত্তদ্বয়,
লিখে যাবে ক্রমশই কর্মঠ এক রাত্রির ইতিকথা।
শীর্ণজীর্ণ দেয়ালিকায় সদ্য জন্মানো শুভ্র শ্যাওলায়,
সঞ্চয়ী সুখের অকুল পাথার মিশে যাবে সুদৃঢ়তায়।


হৃদয়ের ব্যাকুলতায় ঠিকই গড়ে দেবো ইতিহাস থরে-থরে,
অর্গল খুলে দিয়ে একদিন ফুরিয়ে নেবো সবটা কামনার প্রবাহ।


শুধু অপেক্ষায় আমি,
আর প্রতীক্ষায় তুমি…



রচনাকাল-
2015.Aug.28_05.00 প্রত্যূষ।
খরুলিয়া, কক্ִসবাজার।