কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
প্রত্যেক রজনী শেষে সুবিমল প্রভাত ভোরে রচিত হবে ইতিহাস;
তন্দ্রা পৃষ্ঠা ভেঙ্গে নব শিষ্টা ক্রান্তি হবে আস্ִসালাতু খায়রুন মিনান নাওম।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
ধরণীর শ্বাপদ মানবে আপদ ঠাসা সমাজ বদলে যাবে;
অবারিত সুখে সমৃদ্ধ বুকে মানবকুল পরিপূর্ণ হবে নিমিষেই।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
বিস্তীর্ণ তমসাচ্ছন্ন রাত্রির প্রচ্ছন্নে চিৎকার উঠবেনা;
সহসায় স্বস্পর্ধে অকুণ্ঠ ফর্দায় ঘুরে ফিরবে মানব মানবী।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
লাগামহীন বেপরোয়া দুর্বাচ্যের উচ্চবাচ্য মুখোশ যত নাখোশ হবে;
অভয়ে বিনা সংশয়ে প্রকম্পিত গর্জনে কম্পিত হবে ন্যায্য অধিকার।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
ধূর্ত যত পিশাচী হায়েনার যৌবণ বিমূর্তে বিধ্বস্ত হবে;
শয় শয় রমণী হৈ-হৈ হাসির কলতানে ছুটবে  নগরীর এপার ওপার।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
উচ্চপদে অধিষ্ঠিত মন্ত্রী এমপি প্রতিষ্ঠিত হবে পরিচ্ছন্ন কেদারায়;
রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের পৌঁছে যাবে ছন্দ মুকুল পুষ্পের সুরভিত সৌরভ।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
সারি সারি আপামর জনতার ভারী ভারী দুঃখ যত নিশ্চিহ্ন হবে বিচ্ছিন্নে;
হৃদয়ের পাড়ে অর্গল খোলা দ্বারে নেমে আসবে প্রশান্তির শান্ত জনপদ সহসায়।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
জাগতিক তামাম বিমর্ষতা মুমূর্ষতায় নুয়ে পড়বে;
বিরহ, বিষাদ আর বিষণ্নের যাত্রার মাত্রা অবরুদ্ধ হবে সুখ প্রাচীরের তরে।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
সমগ্র কপোত কপোতি শপথ নিবে অবধি অবিদীর্ণতার দারুণ;
অবিচ্ছেদ্য এক অভেদ প্রেমের পরম্পরার উচ্ছ্বাসে উদযাপিত হবে উল্লাস।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
ধূসর নীরদ ছিড়ে নীল ছোঁয়া বৃষ্টি পড়ে নামবে দিগন্তের ওপারে;
আর আমিত্বের আত্মা খুঁজে পাবে সেই কথাগুলোর সত্তা বৃষ্টির বিন্দুতে পরমাত্মা।


কথা ছিলো একটি বিদ্রোহের পরে,
প্রতিজ্ঞাপূর্ণ  কথা সর্বস্ব সম্পূর্ণ হবে জাগ্রত একাগ্র;
ক্রমান্বয়ে সবটা কথার সমন্বয়ে তৃপ্তি হয়ে বিশ্বলয়ে তীব্র হবে বিস্ময়ে।


কথা ছিলো একটি মৃত্যুর পরে…



রচনাকাল-
2015.Jun.18_12.20 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।