হৃদয়ের কপাট খুলে বসে আছি,
যদি শত আঁধার ভেঙ্গে না আসতে পারো!
তবে একটিবার খবর দিও, নীল খামের ভাঁজে করে পত্র দিও।


বিনিদ্রতার করুণ বীণায় জাগ্রত মননে নিভৃত নিশিতে,
উদগ্রীব কামনার যাতনাময় সুর বাজে অবিরাম, তুমি শুনতে কি পাও তা?


যদি সেই উন্মুক্ত দ্বার খোলা হৃদয়ের প্রান্তরে,
কভু প্রতীক্ষিত প্রত্যাশার সুশোভিত ভোর না ফোটে।


যদি অম্লান সেসব আশার অন্দর মহলে না উঠে প্রেমের প্রখরতা,
যদি অপেক্ষার প্লাবনে প্লাবিত হৃদয় ভূমি না ভিজে প্রেম বৃষ্টিতে।


তবে একটুকরো পত্র দিও প্রিয় নিটোল,
ভালোবাসার কাঁচা হাতে পত্র দিও ভীষণ।


আমার প্রতীচী জানালার ওপারে যতনে রাখা আছে,
একগুচ্ছ নীল খামের ব্যবচ্ছেদহীন খোলস।


যদি দীর্ঘ সময় হয় প্রতিকূল তোমাতে নিকষ,
তবে নির্মল সে অব্যক্ত প্রেম লিখে দিও পত্রে।


আমি মিশিয়ে নিবো সে খামও বিগত সব নীল খামে,
হোক নিমিষেই পাহাড় আমার নিরাময় ওই নীলাভ খামের।


এখন অনেক রাত,
পৃথিবীর গায়ে মেহেদি বাটা দিয়ে আমি অপেক্ষায়;
শুভ্র লালাভে সিক্ত একটি প্রেয়সীর পত্র পৃষ্ঠায়।



রচনাকাল-
2015.Jul.05_01.20 রজনী।
লাইট হাউজ, কলাতলী, কক্ִসবাজার।