ভেঙ্গে গেছে সুখে ঠাসা পারদের—  সুরেলা মহাকাল,
নেমেছে এখন ধেয়ে আসা অগ্নি নৃত্যের— চকচকা মহাঢাল।


অক্ষি মণি ফেটে গিয়ে— রক্তের মহাপ্রলয়,
ন্যায়বোধ ঢলিত হয়ে চলে বয়ে— জুলুমের বলয়।


সভ্যতার অন্দরে বেঘুরো চলে— অসভ্যের জন্মক্রিয়ার নাচন,
পাপিষ্ঠ নেতৃত্ব লোলুপ লালায়— ঢেলে দেয় বীর্যের শাসন।


ওগো তুমি বেঁচে আছো আজও— হে অসহায় ধরা,
নির্বাক তারা খেয়ে পরে তোমার— করছে তোমায় তাড়া।


তবে আজ দিনে দিনে করো রচিত তুমি— আঁধারের সমাধি,
নচেৎ করো বিনাশ হৃৎপিন্ডের এই — প্রশ্বাস অনাদি।



রচনাকাল-
2015.Aug.09_03.40 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।