আঁধার চিরে বক্ষ হাতড়াও প্রিয়তা,
শুভ্র কামনার অঢেল স্তুপশত।


অসীম গহীনের একাকীত্ব যবে চিত্রিত হবে,
তখন বিহঙ্গবাজ হয়ে উড়ে এসো অগ্নি ঠোঁটে।


সমস্ত নগরের নির্জীব সোডিয়ামের মিছিল,
ধাবমান পায়ে ভীড়াও চিত্তলয় এই শহরে।


অমোঘ তৃষ্ণায় তৃষিত চক্ষে প্রত্যাশা মেখে,
দিব্যি জাগ্রত রবে নীলিমার অন্দরে কোন প্রতীক্ষিত মনন।


অতঃপর,
আঁধার চিড়ে বক্ষ কপাট স্পর্শে অবমুক্ত করে,
স্পন্দিত করো সহস্র আঁধারে জিইয়ে থাকা সুপ্ত মোহমালা।



রচনাকাল-
2015.Aug.13_02.40 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।