মৃত্যুকে মোরা পরমও যত্নে লালিত করে যাই,
মোদের আবার মরণ বলে কিসের থাকে দায়।


মোরা মৃত্যু খুঁজি নিত্য আলোই
মৃত্যু খুঁজি দিব্যি কালোয়।
মৃত্যু এসে যাকনা ছুঁয়ে,
তবে বীরদর্পে শহীদ বেশে।


চেতনা জীবন সবতো পরের,
ক্ষুদ্র বাসনা মিছে ঘরের,
মোরা কঠিন কঠোর গোলাম খোদার,
মোদের শহীদি দ্বারে হৃদয়ও উদার।


মোরা দৃঢ় চিত্তে কাঁপায় তাগুত,
বিচূর্ণ করি জালিমী বারুদ,
মোদের রক্ত মিশে রাসুল নবী,
আঁকি আদর্শে ন্যায়ের ছবি।


রচনাকাল-
2015.Oct.24_02.30 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।