অন্ধকার আর ঝিঁঝি পোকার শব্দের সংমিশ্রণ,
আমার ভালই লাগে।

যখন অন্ধকারে কানায় কানায় ভরে যায় আমার রুম,
তখন অনেক পুরোনো স্মৃতিতে পূর্ণ হতে থাকে আমার মন।

পড়তে পারি তখন কিছু ফেলে আসা স্মৃতির পাতা,
কখনো মুখ ভরা হাসি আবার কখনওবা চোখ ভরা জল নিয়ে।

যখন হাসি আর কান্নার সন্ধিক্ষণ হয়,
তখন হৃদয় আমায় চুপটি করে বলে ...
:
:
:
আমি জীবন বলছি
▪▪▪


রচনাকাল …
09-10-2012
03:25 am