যদি জিতে যায়—
তবে এঁকে দিবো সভ্যতায়,
বীরত্বের নব সংজ্ঞা।
স্বর্ণাক্ষরে মুদ্রিত করবো,
অদম্যতার তীক্ষ্ন অমরত্ব।


যদি জিতে যায়—
প্রস্ফুটিত আসন্ন রাত্তিরে,
বিছিয়ে দিবো লালিত্য স্বপ্ন।
প্রভাতের স্নিগ্ধতায় নিদারুণ,
ফুঁটাবো ভোর ক্রিকেটিয় দিগন্তের।


যদি জিতে যায়—
আত্মার পরম্পরায় মিশাবো গূঢ়,
মাশরাফি নামের একটি অধ্যায়।
ম্যাশকিনে করে দিবো উত্তাল,
হৃদয়ের উদ্ধ্বেলিত জয় ধ্বনি।


যদি জিতে যায়—
মিরপুর মৃত্তিকায় গড়বো; পাগলার প্রাচীর,
নড়াইলের প্রান্তরে পেতে দিবো বুক; বিনম্র শ্রদ্ধায়।


যদি জিতে যায়—
বাঙলার গগণে অন্দরে; ভাসাবো জয়ের তরী,
দামালের দুরন্ত বাহুতে লিখিবো কোরাস; ওরা এগারো জন।
প্রতীক্ষার গন্তব্যে নামবো মিছিলের বারুদ,
এগারো আত্মায় নিশ্ছিদ্রে করে নিবো ঠায়; ষোল কোটি প্রাণ।


নিয়তির হিংস্র করতলে যদি পড়ে যায় ফের,
তবে জীবনো ধারার আমূল ললাটে; খুদিত করবো একটি লাইন—
আমিই মাশরাফি, আর আমিই বাংলাদেশ,
নেইকো পরাজয় আমার।


রচনাকাল-
2016.Mar.06_06.00 সন্ধ্যা।
খরুলিয়া, কক্ִসবাজার।


বিঃদ্র:- কবিতাটি এশিয়া কাপ ২০১৬ এর, বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের প্রক্কালে লেখা।