অনেক রাত্রির পরে
আঁধার নেমেছে আজ


নিদারুণ যাতনার বলয়ে
ঘোর ব্যাথার মহাপ্লাবন


যামিনীর অতল গহ্বর চষে
মুছে ফেলি সুখস্মৃতি যত


নীল নীল ক্লেশের অন্তর্দহনে
ভস্ম সাদৃশ্য হৃদয় অঙ্গন


তুমিতো চক্ষুহীন এখনও
ধরার বুকে অ'ভূমিষ্ঠ


ওরা জিভ কেটে তিরষ্কার দেয়
কবিতা লিখি বলে অবিরাম


রক্ষচক্ষুতে অগ্নির বীজ রোপে
আর গড়ে তুলে কলমে কলমে পাথুরে বৃক্ষ


বিকল নিভে ঝরে পড়ে মরুদ্যান
শয়শয় নির্জনতার হাহাকার


অবুঝরে তবে বোঝায় কি করে
অতিশয় যন্ত্রণা-ই কবিতার রসদ


বিশ্রী রাষ্ট্রের পিশাচী ধ্যান চেয়ে
কবিতায় অভিষিক্ততা প্রশান্তির উত্তমতা


রচনাকাল-
2015.Nov.24_02.00 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।