আমার প্রতিটি রাত থেকেই জন্ম নেয়,
একেকটি রক্তক্ষত ইতিহাসের পাণ্ডুলিপি।


কেউইতো বললোনা আজও খুব নির্বাকে,
পাণ্ডুলিপির বিমর্ষ ছুড়ে রূপান্তর করো আমায়!


স্নিগ্ধ সোডিয়ামের এক চিলতে হলুদ এনে,
কোন যৌবণাতো ফিরলোনা সুশোভিত এলোকেশি হয়ে!


কিন্তু অবুঝের পথে হাক ডাকে রাত্রির আর্তনাদ নামে ঠিকই,
অথচ প্রজ্জ্বলিত শিখার প্রদীপ হাতে ফিরেনা ভালোবাসায় কেউ।


হ্যাঁ
আমার রাত্রিগুলো বড়ই নিঃসঙ্গ চারিদারে বেড়ে উঠে,
আর একাকীত্বের ধোঁয়াশায় প্রলম্বিত হয় প্রভাতে।



রচনাকাল-
2015.Dec.12_01.20 রাত্রি।
মেরংলোয়া, রামু, কক্ִসবাজার।