নির্বাসন বলো কেনো তবে এই অবেলায়?
যদি দিবেই বিচ্ছেদের বিষ সব নিশ্চিহ্ন করে দাও—


অতৃপ্ত মোহের কপাট যদি রুদ্ধ করে দাও?
তবে হৃৎপিন্ডের সব প্রেমে মুছে দাও—


যদি চাও দিতে রক্তক্ষরণের নির্মম আঘাত?
তবে চেতনার ভিতরে বাহিরে সমস্ত কামনা ধ্বংস করে দাও—


চাও যদি তবে অকারণে মোড় নিতে কোন অজানা দূরের পথে?
তবে এক অন্তর পূর্ণ অস্পর্শী যত সুখ আছে তা ভষ্মি করে যাও—


পারো যদি ভুলতে আমার অনুরাগ ছিড়ে ঐ সব স্মৃতির পাতা?
তবে এই জন্মহীন আত্মাকে বিষাদে দগ্ধ করে যাও—


বিটপী…
যদি তুমি অদৃশ্য হও?
তবে এই দৃষ্টিই এক ফোঁটা বিবর্ণ অশ্রু দিয়ে যাও—
▪     ▪     ▪


রচনাকাল …
06.10.2013
03.20 AM