ঘোলাটে মৃত শব্দকোষ থেকে উৎপন্ন হচ্ছে—
মোহের মৃদু বোধ বাক্য


তীব্র উত্তাপে তখন সমস্ত সবুজ উদ্যান—
ফিরে গেছে ফ্যাকাশের সম্রাজ্ঞে


অতঃপর প্রাণান্তকর দীর্ঘ প্রচেষ্টা—
যৌবন ঢেলে সাঁজাতে


ততক্ষণে কারাগারের লৌহ কপাট—
গলে মোম জলে অবতির্ণ


তারপর, বহমান বিষাদের তরঙ্গে—
নিজেকে বিনা দ্বিধায় সমর্পন


হয়ত ওই অনুগত তরঙ্গরাশি ভাঁজ খুলবেনা—
জড়িয়ে নিতে আমায়


তবুও স্ব-হস্তে নিজেকে গুটিয়ে নিবো—
মরীচিকায় না ডুবে


অবশেষে,
জীর্ণশীর্ণ দৃষ্টিতে—
অবেলায় খোলস পরিবর্তনের চলচ্চিত্র ফুঁটবে


আর তারই রেশ বেয়ে ধরা রূপ বদলাবে—
জন্ম হবে কোন এক নতুন কাব্যের
▪     ▪     ▪


রচনাকাল …
15·Oct·2013
03·20·AM