বোধগম্যের অবয়ব দর্শন হয়নি;
তৃপ্তহীন প্রত্যাশার উন্মাদ হওয়া বাসনার পর


বক্ষের উষ্ণ চাদরে অসন্তোষ মনোভাবের যাত্রাদলের ভিড়;
তাই অবশিষ্ট কর্মটুকু সম্পাদনে পূর্বানুমতি চাই


তবেই নিশ্চয় শীতিল হবে যত মাতাল উত্তপ্ততা;
এখন কেবল দরখাস্তে স্বাক্ষর আঁকার পালা ও প্রতীক্ষা


পরক্ষণেই জন্ম হতে সৃষ্টি হবে যত কামনার তীব্র প্রবণতা;
বিক্ষিপ্ত নরম আলোয় রচিত হবে অচিন এক উদ্যমের ইতিবৃত্ত


যুগের পর যুগ ধরে নতুন সব অধ্যায় প্রসব হবে বিরাত অথবা দিবাতে;
আর তারই সাথে একে একে ভূমিষ্ঠ হবে গুটিকয়েক নব চেতনার নিষ্পাপ চিত্ত
▪     ▪     ▪


রচনাকাল …
20·Oct·2013
03·20·AM