আমি বৃষ্টি পাঠিয়েছি; মেঘেদের দল,
অবিশ্রান্ত যে মেঘ ক্রন্দনে বিলাপ।
.
আকস্মাৎ যে বজ্রের পদধ্বনিতে তুমি পিলে চমকাবে,
বুঝে নিও, এ আমার প্রহার; আত্ম প্রহার।
ভাঙ্গা হৃদয়ের তুমুল আর্তনাদের গর্জন।
.
জানো কি!
আজকাল সেই বৃষ্টি নেই।
যে বৃষ্টিতে ফুলেল সুঘ্রাণ; বেলির বিন্দু ভেজা পাপড়ি।
মধুর করতলে যে বৃষ্টি,
ফুটে যেতো খই এর মতো।
.
আমি বৃষ্টি পাঠিয়েছি;
নিরন্তর রিমঝিমের বহর।
যদি মনে পড়ে, তবে অতীত চিঠি পড়ে ছুঁয়ো,
প্রেরিত বাদল ধারার আকুলতা।
.
যদি বৃষ্টির একনায়কতান্ত্রীক স্বৈরাচারীতা,
বিরক্তির কাঁপন ধরায় তোমার তল্লাটে।
তবে সুশান্ত হাতের ফোয়ারায় তুলে নিও কয়েক ফোঁটা,
ফেলে আসা অজস্র অনুরাগের রোমন্থনে;
ম্রিময়মান করো স্বেচ্ছাচারীতা।
.
আমি বৃষ্টি পাঠিয়েছি;
বিরহের বিষাক্ত দ্রবণ।
অতৃপ্তের নিদারুণ অপ্রাপ্তির বিষাদ।
.
হিমাদ্রী!
আমি পাঠিয়েছি বৃষ্টি,
ছুঁয়ে দিও; এ বার্তা আমার।


2016.Jul.11_07.00 সন্ধ্যা।