ক্যামেলিয়্যা,
আমি   মতিভ্রম  কোন   বিভ্রান্তির  কথা  বলে,
করিনি  কখনো নির্বাক  রজনীর শুণ্যতা  পূরণ।
চৈনিক  পুরাণের  বিধ্বস্ত  বিকেলের  আলোয়,
যে অঙ্গীকারনামা লিপিত হয়েছিলো স্বসাক্ষরে।
সে প্রতিজ্ঞা  স্থাপনের  বিপরীতে  ঘোর তমশা,
নির্দ্দায়  বিচ্ছিন্ন   হওয়ার  নিষ্কলুষ  আয়োজন।


প্রিয় ক্যামেলিয়্যা,
তুমি বরং আজকের  দিনটিকে খুব স্মরণীয়  করে রেখো।
প্রাপ্যতা ভুলে যে ধনুকের তীরে উদিত হয়েছিলো সখ্যতা,
ঠিক সে তীরের শেষভাগে প্রতিজ্ঞাপত্রের ছায়াকপি বেঁধে।


1808313020