শোকার্ত  কাছিমের  মত  ঠিক  যেনোও।
কিছু একটা লিখবো  ভাবছি  পরক্ষণেই
উড়ে যাচ্ছে সব ভাবনা, যেনো ক্লান্তশ্রান্ত
সারস ডুব যাচ্ছে  নীড়ের অতল গহীনে।


প্রিয় রোদ্দুর,
আমাদের বিগত শীতের পরে আর দেখা হয়নি।
শেষ ভোরের পরে যে সকাল এসেছিলো ভেবে
দোর  খোলা  হয়েছিলো, সেথায় কোন  সকাল
নয়  বরং  এসেছিলো  অজস্র  খাম  ভর্তি মৃত্যু।
ধূসর উদ্যানে  যেসব  ছায়াতরু  আগলে ছিলো
পথ, তাদের  ভেতরে  অসংখ্য  বিবাদ।  দ্বন্দ্ব ও
দ্বিধার  নিদারুণ  সম্মিলন।  যেনো  অনাবিল
তীব্র আকাশ থমকে আততায়ী মেঘের প্রকোপে।


রোদ্দুর,
আমাদের বরং আর কভু দেখা না হওক,
না হওক নকশাবন্দী পথের ধারে পাড়ে
নিঝুম হেঁটেচলা। না  হওক নির্জন কোন
বটের ছায়ায় বা কাঁধে নির্ভরতার পলক
ফেলা।  আমাদের অনাবিল  চোখেদের
মণিতে  না ফুটুক  আকবরিয়া রেশমের
কাগুজে  ফুল  ও ত্রিমাত্রিক  ক্যাকটাস।


আরও কতো কী না হওক, না হোক...


বসন্তকাল- ১৪২৯ বঙ্গাব্দ- ১৩'ই চৈত্র।
২৩০৩২৭৩০০২