যে আলোর রশ্মি ধরে নামিয়েছো নরম প্রভাত,
ঠিক সে আলোর ভগ্ন ভাগেই যেনো নামালে আবার ঘোর বিরাত।
নয়শ'তেত্রিশটি সকাল পুষে পুষে বুকের জমিনে,
যে বৃহত্তম জীবনপঞ্জীকা রচেছি নিষ্পলক অভিপ্রায়ে।
সেথায় আজ অপাঠ্যের বিমূঢ় নিস্তব্ধতা অতল,
যেনো পরতে পরতে লুপ্ত প্রায় ইতিহাসের দুর্বোধ্য পত্রপাতা।
যে শয়শয় রাত্তিশোক চোখ পেতে গড়েছি কুসুম সকাল,
সে আলোঝরা দিনসূচী তৃষিত বিষম নিভৃত কলমতটে।


যাপিত যত সময়ের শপথে যদি ইতিহাস জ্যান্ত হয় হঠাৎ,
তবে জেনে রেখো ও আলোর রশ্মি ফের করে নিবো অধিকার।
হৃদয়ের মাস্তুলে এঁকে দিবো প্রপ্তির শ্লোগান,
মিছিলে মিছিলে তোমার রাজপথ হয়ে উঠবে বিপ্লবের লাল গালিচা।


2017.Jul.12_03.30 রজনী।
বাহারছড়া, কক্ִসবাজার।