অনাদিকাল আষাঢ়ে আকাশ বুকে পুষেছি;  বুক পকেটে—
অন্তত  একটি   কদম  পাবো  বলে।  আকাশের  জায়গা
কখনো কখনো; দেশলাই দখল করে নিলেও—অবলীলায়
ছুড়ে  ফেলেছি  কদমের   নিঃসঙ্কোচ   আশায়।  এসমস্ত
অবেলার  ক্ষুদ্র  ক্ষুদ্র  যোগ বিয়োগ; সব জানে— হলুদাভ
চঞ্চুর   সোনালী চিলটা।  অথচ  অদ্ভুতভাবে, এই চিলের
সাথে  ছিলোনা  আমার   কখনো —   সখ্যতা,  বুঝাপড়া—
পরিচয়  কিংবা  যাতায়াত।   যদিও আমার  শুভ্র  সাদাভ
গাঙচিলে  বেশ  পছন্দ খানিক—  কিন্তু  প্রসস্ত  আকাশের
আপতিক  পরিযায়ী;  কোন  সোনালী  ডানার  চিলে নয়।
অপরাহ্নে যখন সুর্যটা বিবর্ণ  মেঘে  হেলে পড়ে;  সুপারি
গাছের  ডালে —  তখন   অর্বাচীনের   মত   মনে  আসে
কদমের  সুরত।  কী  হিসাবহীন পরিহাস; কদম আসেনি—
তাই পাইওনি। শুনেছি  আজও  আষাঢ় আসে; টালমাটাল
ঝড়  হয়ে  বিরান  প্রান্তরে—  কদম  না  পাওয়ার  বিষাদ
নিয়ে। আষাড়  আসে নিমগ্ন  ধরণীতে—  আসেনি  আমার
কোনও  দুরন্ত  কদম।


২৩০৮০৬০০০৪