প্রিয় মাতৃমৃত্তিকা-
স্বলজ্জে ফেড়ে দিলাম এ বক্ষস্থল।
কাঁদবার আর শোভিত নেই কোন ইঞ্চি জায়গা।
তোমার দেহাংশে আজ বিরল শকুনের চোখ,
এলোপাতাড়ি জ্বলে আছে নিকষ থাবার ঘ্রাণ।
তোমার সমুদ্রগুপ্তের এক পথিক হয়ে বলছি,
এ বুকের খাঁচায় পুরে গিয়ে; ক্রন্দন করো বিলাপ।
কাঁদবার আর শোভিত নেই কোন ইঞ্চি জায়গা।
.
প্রিয় মাতৃকা-
মারণাস্ত্রের ঠোঁটে আজ লেগে যাচ্ছে তোমার গ্রীবা,
অথচ তোমার অধরোষ্ঠ চুম্বন করছে সাত কোটি জনতা।
তবু তোমায় যেন অস্তমিত প্রৌঢ়া করছে ওই শকুন,
যাদের অতিথিবেশ রুদ্ধ করেছে তোমার শ্বাস।
.
প্রিয় মা-
আর একটিবার ঢুকে পড়ো এই পথিকের বুকে,
অনন্ত অন্তহীন প্রেমে পুষে নিবো তোমায়।
বরংচ আমিই বিনাশ হই বিদীর্ণের ষড়যন্ত্রে,
শকুনের ডাক তবু ম্রিয়মান হোক লাল সবুজের বিপ্লবে।


2016.Jul.08_03.20 রজনী।