নক্ষত্র ঝরা রাতে—
যে চন্দ্রমুখ প্রাচীণ—  রাতগ্রস্থ করেছে আমায়
তার চৌকাঠে বেড়ে উঠেছে—  স্মৃতিসিন্ধু


সমবেত রোমন্থনের শেষপ্রান্ত ছুঁয়ে
এঁকে তুলছে অতীত সমগ্র—  আয়না
নীরবতার—  নির্লিপ্ত নির্জন দর্পন


সোডিয়াম ঘেষে প্রচ্ছন্ন যে কানাগলি
হাঁটছে—  ভোরের অগ্রভাগে ভীষোণ
তন্মধ্যে বিষম আত্মদ্বন্ধের—  দগ্ধ বাতাস


যে পুরাণ ব্যাখ্যায়— অন্তর্নিহিত দহন
প্রলম্বিত করেছে— প্রত্নতাত্ত্বিক বোঝাপড়া
তার শেষাংশে— বিচ্ছেদের কারুকাজ


অমিমাংসিত বেদনার লহরে
যে আঁধারকুঞ্জ সমর্পিত— স্বতন্ত্রে
তাদের আমি রাত বলেই ডাকি—
নক্ষত্র ঝরা রাত...


201905210002