এসব শেষ রাতের বৃষ্টি পরে
নিভে আসে লণ্ঠনের খোয়াব


বৃহন্নলার মত নগ্ন পায়ে
ধেয়ে আসে স্মৃতির কোরাস


আমার আরও নিদ্রাহীনতা
জমে উঠে কঠিন শীলা হয়ে


এখানে ভোরলয়ে প্রভাত অগ্র
শতাব্দীর শ্রেষ্ঠ আকাশ নিয়ে


অথচ তখনও গাঢ় সকাল বাকী
হিমাচল প্রদেশে রোদ ছোঁয়া দূর


আগাম জবানবিন্দীতে গাইছে
আমার জামিন না'মঞ্জুরের পুঁথি


সবিস্তরে গড়ে উঠছে রোমন্থন
আপ্লুত চোখে নিশ্চল অবয়ব


বেদনার বংশীতে বিরহের টান
বিপন্ন নিউরণে ক্ষয়ে যায় সময়


সমূহ বিষাদ সমগ্র বইছে
পূবালীর নরম হাওয়াই খুব


আমার হৃদয় মম অনন্তকাল
লিখে চলেছে বিগত রাত্তির শোক


আমি মুচলেকা দিয়ে দুঃখ কিনে
ফের ঢলে পড়ি মাহাকালের গর্ভে


২০১৯০৮১৩০৪৫০
খরুলিয়া, কক্‌সবাজার।