প্রিয় রেড ক্রাউন্ড ক্রেন—
বাইরে তখন ঝুম বৃষ্টি; মন খারাপের ভীষণ রাত শেষে— সুবেহ সাদিকের নরম বাতাস। ভুরি ভুরি মেঘদল এখন বর্ষা ডাকে— ফেলে আসা অতীতের নিউরণে; বেজে তুলে অবিরাম আষাঢ়ের ঐকতান। তোমাকে এসব ভেবে মনে পড়লেই— ক্যামন এক ভায়োলিনে মগজ রেখে; বেসে যাওয়া ভালোর দেয়ালিকা আঁকি। একদা প্রচন্ড শীতার্ত ভোরে তুমি: গলে গলে নিশ্চিহ্ন; যেনো এক নিরীহ স্যান্ডগ্রাউস— তারপর আমি বৃষ্টি ছুঁলাম অঝোর। এবং চূড়ান্ত তুমি হয়ে উঠলে আমার— রেড ক্রাউন্ড ক্রেন।


১৯০৭০৬১০০৫