কেউই আসেনি,
নির্ঘুম রাত্রির জানলায়।
একদা ঘুনে ধরা ঐ জানলার কার্ণিশে,
পাহাড়িকা নীলিমার বুক চিড়ে এক বিহঙ্গ এসেছিলো।
অজানায় চলা চিত্ত জাহাজের মাস্তুলে আজও চিত্রিত,
সে বিহঙ্গের আগমণীর স্পষ্ট চিত্রপট।


অতঃপর শয়ে শয়ে নিশ্চুপে বয়ে গেলো কয়েকশত শতাব্দি,
তবুও মিলেনি মাস্তুলের কব্জিতে আঁকা সেই চিত্রপটের প্রতীক্ষিত পুণরাবৃত্তি।


কেউই আসেনি আজ অবধি,
নির্ঘুম রাত্রির জানলায়।
ফেলে আসা অতীতের পোড়া ইতিহাস অধ্যায়নে জেনেছি,
বর্ণহীন বিরাতে আসা ওই বর্ণীল বিহঙ্গের নাম ছিলো রু।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Jul·15_02·30· রজনী।