শোণো,
মৃত্যুরথে অভিযাত্রী এ রাত্তির কথা বলি!


ও দুটো নিবিষ্ট অক্ষি ছিলো জেগে বিষম,
এক রাত্তির চূড়ান্ত প্রশ্বাস অবধি।


অদ্ভুত,
তুমি ফিরেই ফের নিভে গ্যালে,
সাথে ডুবিয়ে এ রাত্তির মমপ্রাণ।


না ছুঁলে ও অক্ষির কাঁপাকাঁপা ডাগর পাতা,
না দিলে বিক্ষত বিপন্ন ও রাত্তিরে কামনার উষ্ণতা!


অতঃপর শোণো,
মৃত্যুরথে অভিষিক্ত এ রাত্তির শোক বার্তা বলি!


রচনাকাল-
বাহারছড়া, কক্ִসবাজার।
2016.May.25_04.05 প্রভাত।