সুবহে সাদিকের ভেতরে নামছে
ভোরের  প্রাক্কালের  ঝুম শ্রাবণ
জীবন  আগন্তুক  হয়ে  ডাকছে
আসসালাতু খাইরুন মিনান্নাওম
|
গুছিয়ে আয়নার সামনে যেতেই
জানালা কাঁপছে  থরথর বিগ্রহে
মুখোশের ভেতরে গোখরো সাপ
মুখ লুকিয়ে যাচ্ছে পাতাল ফুঁড়ে
|
বহুদিনের  কোনওদিনও  লিখিনি
অদ্ভুত কলমের আতুড় অসাড়তা
সুদৃঢ় মৃত্যু ধেয়ে আসছে মনে পড়ে
আসমানী গানে সাফ হয় চোখদ্বয়
|
ঢেকুর উঠছে অনাগত পথের পা'য়ে
বিরাগের দুর্দান্ত  বৃত্তে ফুটছে  পাথর
ক'কদম এগুলেই ফের হেলে যায় পা
কপালে জেগে উঠে মৃত্যুর নীল ভাঁজ
|
দোর্দণ্ড প্রতাপে পিষে  যাচ্ছে ভাগ্যক্ষয়
আঁধারের ভেতরে জন্মাচ্ছে ধ্বংসলীলা
একদিন  ফুরিয়ে যেতে  যেতেই বিলীন
সকালে  গেরদান  দিবে  অন্তীম  যাত্রা


২৩০৭০৩২০০৬