আমার সন্তান থেকে করোনা থাকুক আলোকবর্ষ দূরে,


করোনায় তার মৃত্যু যেন না হয় পথ-ঘাট-প্রান্তরে।


বিনা চিকিৎসার মৃত্যু তার কপালে যেন না জুটে,


অক্সিজেন স্যাচুরেশন কখনো যেন নিচে না নামে।


আমার সন্তানের চিকিৎসা যেন হয় ঐ সিএমএইচে,


যেখানে ভিআইপিরা পান চিকিৎসা মহাসমারোহে।


আমার চিকিৎসক সন্তান যেন থাকে নিরাপদে,


পিপিইতে সারা দেহ মোড়া যেন থাকে;


মানহীন পিপিই সরবরাহ যেন কেউ না করে।


আমার পুলিশ সন্তানের বদনামের নেই শেষ,


নিঃস্বার্থ সেবা দিচ্ছে সে দিনরাত করে এক।


আমার যে সন্তান কাজ করে জরুরি সেবাতে,


সেও আছে সমান করোনার ঝুঁকিতে।


আমার সন্তান যারা আছে আজ মানব সেবায়,


যুগ যুগ বেঁচে থাকুক তারা স্রষ্টার কৃপায়।